
মুকসুদপুরে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ তুলে দিলেন রাঘদী ইউনিয়ন সহকারী কর্মকর্তা( ভুমি) হাফিজুর রহমান।
আজ সোমবার (৪ আগস্ট) সন্ধারদিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামে তিন ফসলী জমিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু ফেলার সময়, গোপন সংবাদের ভিত্তিতে, রাঘদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তাঁর লোকবল নিয়ে সেখানে হাজির হন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করেন।
এসময় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ উচ্ছেদ করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, উচ্ছেদ কালিন সময়ে অবৈধ ড্রেজার মালিক শামীমকে সেখানে পাওয়া যায়নি তবে আমরা ড্রেজার মালিক সামিম ও তিন ফসলী জমির শ্রেণী পরিবর্তন কারীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, আমি এবং আমার অফিস এই ইউনিয়ন থেকে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ করতে সচেস্ট আছি।
সাংবাদিকদের সাথে আলাপ কালে ভূমি মালিক যোধীষ্ঠ বৈরাগী (৩৫) পিতাঃ গণেশ বৈরাগী, হরিশ বৈরাগী (৩৭) পিতাঃ কার্তিক বৈরাগী, নিমাই বৈরাগী (৩৫) পিতা কানাই বৈরাগী দ্বয় জানান, আমাদের জমি থেকে আমরা বালু তুলবো তাতে কার কী আসে যায়, নিজেদের জমি নিজেরাই যদি ভোগ করতে না পারি তাহলে কী হবে জমি দিয়ে।
কে এম আবুবক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার