অবরোধ তুলে নিলেন ঢাবি শিক্ষার্থীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

0
32
অবরোধ তুলে নিলেন ঢাবি শিক্ষার্থীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
অবরোধ তুলে নিলেন ঢাবি শিক্ষার্থীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মন্দির এবং হিন্দুবাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের বিচার দাবির পাশাপাশি সাত দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তায় অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়দেব দত্ত জানান, মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে দাবির পক্ষে কোনো আশ্বাস না এলে আবার আন্দোলনে যাবেন তারা।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মেনে নেন তাহলে আবার আন্দোলনে যাব। আর এর মধ্যে যদি আবার কোনো মন্দিরে হামলা চালানো হয় তাহলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রথমে সমবেত হন জগন্নাথ হলসহ বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। অবরোধের কারণে শাহবাগসহ পল্টন, জিরোপয়েন্ট, মৎস্য ভবন, কাকরাইল, বাংলামোটর, সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

৭ দফা দাবিসমূহ হলো-

  • হামলার শিকার মন্দিরগুলো প্রয়োজনীয় সংস্কার করা।
  • বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ।
  • ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ।
  • দোষীদের শাস্তি নিশ্চিত করা।
  • জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বসতবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
  • সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করা।
  • জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫ শতাংশ বরাদ্দ রাখা।