অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের লাশ উদ্ধার

0
77
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের লাশ উদ্ধার
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের লাশ উদ্ধার

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২০ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন খুলনা মেট্রোর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, খন্দকার লাবণী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি। তিনি বিসিএস ৩০ ব্যাচের ছিলেন।