![দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি](https://oporazoya24.com/wp-content/uploads/2022/06/kurbani-eid-banar-2.png)
সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী সেসব দেশে ৮ জুলাই পবিত্র হজ এবং পরদিন ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরব, আমিরাত ও ওমানের চাঁদ দেখা কমিটি ঈদুল আজহার তারিখ জানায়। সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
ফলে ৮ জুলাই আরাফাহ দিবস দিন পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা।