
সোমবার রাতে কোপেনহেগেনে উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর সেরা ষোলোর লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক উনাই সিমোনের ভুলে নিজেদের জালেই বল জড়ানোর কারনে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে স্পেন। ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করে সেই ভুলের মাশুল শোধ দিয়ে সমতায় ফিরে স্প্যানিশরা।
দ্বিতীয়ার্ধে ফিরেই লিড নেয় স্প্যানিশরা। ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন সেজার আজপিলিকুয়েতা, বলের যোগান দিয়েছিলেন ফের্নান তোরেস, হেডে আসে গোল।
৭ মিনিটে ফের্নান তোরেসের গোলেই জয় প্রায় ধরেই ফেলেছিল স্প্যানিশরা, পাউ তোরেসের বাড়ানো বলে গোল এলে ডাগআউটে উল্লাসে ফেটে পড়েন কোচ লুইস এনরিকেও।
এনরিকের ওই হাসি মিইয়ে যেতে সময় লাগেনি। সাত মিনিটের ব্যবধানে যখন দুই গোল করে খেলা অতিরিক্ত সময়ে নেয় ক্রোয়েশিয়া। প্রথমে ৮৫ মিনিটে মিসলাভ ওরসিচ ও পরে নির্ধারিত সময়ের দ্বিতীয় মিনিটে ওরসিচের বাড়ানো বলে গোল করেন মারিও পাসালিচ।
গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন মোরাতা আর দূরের পোস্টে লেগে ফিরে আসে দানি অলমোর শট। যে কারণে ৫-৩ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে।