৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

0
109
জাপান
জাপানে কয়েক ঘণ্টায় ১৫৫ বার ভূমিকম্পের আঘাত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে এ ভূমিকম্প হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারামের ২০১ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার গভীরে।

সূত্র : আল-জাজিরা