৭ বছরের শিশুর পুকুরে ডুবে মৃত্যু

0
23
পানিতে ডুবে
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে হাফিজুর মাতুব্বর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহারাজপুর ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর ওই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে হাফিজুর। কিন্তু সাঁতার না জানার কারণে কখন যে পানিতে তলিয়ে যায় তা কেউ খেয়াল করেনি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কোথাও নেয়ে পুকুরের পাসে গেলে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। উদ্ধার করা পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।