আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড।
আর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।
আজ (মঙ্গলবার) ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।
আসন্ন বিশ্বকাপে ভারতের মোট ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৭ অক্টোবর | আফগানিস্তান | ধর্মশালা |
১০ অক্টোবর | ইংল্যান্ড | ধর্মশালা |
১৪ অক্টোবর | নিউজিল্যান্ড | চেন্নাই |
১৯ অক্টোবর | ভারত | পুনে |
২৪ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | মুম্বাই |
২৮ অক্টোবর | বাছাইপর্ব ১ | কলকাতা |
৩১ অক্টোবর | পাকিস্তান | কলকাতা |
৬ নভেম্বর | বাছাইপর্ব ২ | দিল্লি |
১২ নভেম্বর | অস্ট্রেলিয়া | পুনে |