৫৫ কেজি সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ

0
56
৫৫ কেজি সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ
৫৫ কেজি সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ

বিমানবন্দর থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

এদের মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদমর্যাদার চারজন ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহি চারজন। প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ।

আজ সোমবার দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদমর্যাদার চারজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে।’