৪৯-এ পা রাখলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার

0
60
৪৯-এ পা রাখলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার
৪৯-এ পা রাখলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার

ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার আজ ৪৯ বছরে পদার্পণ করলেন। অনায়াসে শচীন টেন্ডুলকারকে ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় বলা যায়। তার উচ্চতায় আধুনিক যুগের ক্রিকেটে আর কোনো খেলোয়াড় উঠতে পারেন নি। সেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম টেন্ডুলকারের।

ক্রিকেটের লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার হিসেবে আখ্যা দেয়া হয় তাকে। ভক্ত-অনুসারী শচীনকে ভালোবেসে ডাকেন ‘ক্রিকেট ঈশ্বর’।

শচীন টেস্টে সর্বোচ্চ ম্যাচ (২০০), সর্বোচ্চ রান (১৫৯২১), সর্বোচ্চ চারের (২০৫৮+) রেকর্ডে নিজের নাম লিখিয়ে রেখেছেন, যা এখনো অক্ষত আছে। এ ছাড়াও টেস্টে দ্রুতগতির ১৫ হাজার রান, সবচেয়ে বেশি নব্বইয়ের ঘরের ইনিংস (১০), ওয়ানডেতে সবচেয়ে বেশি চার (২০১৬) হাঁকিয়েছেন তিনি।