গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাস্থলে উপস্থিত হয়ে আজ শনিবার দুপুর ১২টা ৪৪ মিনিটে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটির ভিত্তিস্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা। এরপর জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান তিনি।
এদিকে ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকে।
সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও। মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।