৩৫০ রানের লিড চায় বাংলাদেশ

0
32
৩৫০ রানের লিড চায় বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে স্পিনাররা বরাবরই বাড়তি সহযোগিতা পেয়ে থাকেন। তার প্রমাণ গতকালও পাওয়া গেছে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দুই দলের ১১টি উইকেট পড়েছে, যার ১০টিই নিয়েছেন স্পিনাররা। সাফল্যের রেশ আজ চতুর্থ দিনেও ধরে রাখতে পারেন স্পিনাররা।

তাই ক্যারিবিয়ান স্পিনারদের আরও সতর্ক হয়ে খেলার জন্য সতীর্থ ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছেন তাইজুল ইসলাম। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১৮ রান। সাগরিকার উইকেটে ২৫০ রানের টার্গেটেই জেতা সম্ভব মনে করেন তাইজুল। চতুর্থ ইনিংসে ব্যাট করবে উইন্ডিজরা। তবে ৩৫০ রানের লিডের লক্ষ্যেই আজ ব্যাটিং করবে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান তুলেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজকে কত রানের টার্গেট দিলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়টা পাবে বাংলাদেশ পাবে, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাইজুল গতকাল বলেন, ‘এই উইকেটে ২৫০ যথেষ্ট ভালো টার্গেট। যদিও আমাদের আশা আছে, তাদের ৩০০-৩৫০ এর একটা টার্গেট দেওয়ার। আমাদের ভালো বোলিং করতে হবে। তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ যে ধরনের বোলিং করেছে ঐ ধরনের বোলিং করলে কাজটা কঠিন হয়ে যাবে। আমাদের বোলিং করতে হবে দ্বিতীয় সেশনের মতো করে।’

ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাইজুল বলেন, ‘ওদের স্পিনাররা যথেষ্ট ভালো বল করছে। প্রথম ইনিংসের মতো আজও (গতকাল) ভালো ব্রেক থ্রু দিয়েছে। ওরা যদি ভালো করতে থাকে তাহলে আমাদের জন্য কাজটা তত সহজ হবে না।’

স্পিনে বাংলাদেশের অন্যতম স্ট্রাইক বোলার সাকিব চোটের কারণে তৃতীয় দিনে মাঠে নামতেই পারেননি। বাঁহাতি স্পিনার হিসেবে তাই বড় দায়িত্ব ছিল তাইজুলের ওপর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যতটা দরকার ছিল সেটা প্রথম সেশনে পারিনি। তবে পরের সেশনটা ভালো গেছে। আমরা খুব ভালোভাবেই কামব্যাক করতে পেরেছি পরের সেশনে।’

এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫ উইকেটে ২৫৩ রান। এরপর মাত্র ৬ রানে তাদের পরের ৫ উইকেট পড়ে গেছে। জায়গামতো বোলিং করে চাপ ধরে রাখায় ব্রেক থ্রু এসেছে এবং বাংলাদেশের স্পিনাররা সফল হয়েছে বলে মনে করেন তাইজুল।

তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিডে তাইজুল সন্তুষ্ট। গতকাল জানালেন, ‘এমন উইকেটে তৃতীয় দিন শেষে এই লিড আমাদের জন্য ভালো। এরপর কালকের (আজ) দিনটাও আমরা ব্যাটিং করব।’