২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

0
12
২৯ মে
২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তপসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মে ১১২টি উপজেলায় ভোট হবে।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তপসিল অনুসারে, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮মে, আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

এ ধাপে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। আর বাকিগুলোতে হবে ব্যালটে।