২৮০ রানে হারলো বাংলাদেশ, ২৩৪ রানে অলআউট

0
7
বাংলাদেশ
২৮০ রানে হারলো বাংলাদেশ, ২৩৪ রানে অলআউট

চতুর্থ দিনে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় রোহিত শর্মার দল।

বাংলাদেশকে ১৪৯ রানে দ্রুত গুটিয়ে দিতে অবদান ছিল রবিচন্দ্রন অশ্বিনের। ৮৮ রানে দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। রবীন্দ্র জাদেজা ৫৮ রানেন ৩টি। জসপ্রীত বুমরা ২৪ রানে একটি উইকেট নিয়েছেন।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ। আর ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে। দিনের শুরুটা ভালো করেছিল এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৯৪ রানে ৫৬ বলে ২৫ রান করে আউট হন সাকিব। লিটন দাস ১০ বলে ১, মেহেদী হাসান মিরাজ ১০ বলে ৮ রান করে ফিরে যান।

এর আগে, প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)।

দ্বিতীয় ইনিংসে ভারত ৬৪ ওভারে ২৮৭/৪ ডি., লিড ৫১৪ (রাহুল ২২*, গিল ১১৯*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭, পান্ত ১০৯)।