২০২১-২২ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
71
২০২১-২২ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২১-২২ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধাতালিকা ও কোটার ভিত্তিতে এ বছর মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তির সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। এর আগে গত শুক্রবার (২২ এপ্রিল) দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রার্থী ছিলেন মোট ৬৫ হাজার ৯০৭ জন।