
বাজার থেকে ২০০০ রুপির সব নোট প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
সেই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার রুপির সব নোট জমা দিয়ে তার পরিবর্তে অন্যান্য নোট নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে ভারতের বাজারে ২ হাজার রুপির যেসব নোট রয়েছে, সেগুলোর সম্মিলিত মূল্য ৬ দশমিক ৭৩ লাখ রুপি। এই নোটগুলোর ৮৯ শতাংশই ছাপানো হয়েছিল ২০১৭ সালের মার্চ পর্যন্ত। তারপর আর ২ হাজার রুপির নতুন কোনো নোট ছাপানো হয়নি।
ভারতে নোট ছাপাতে যে কাগজের ব্যবহার হয়ে, সেটির হিসেবে ২ হাজার রুপির নোটগুলোর আয়ুষ্কাল ৪ থেকে ৫ বছর। সেই হিসেবে বর্তমানে বাজারে যেসব নোট চলছে, সেগুলোর অধিকাংশেরই আয়ু শেষ পর্যায়ে।