১৭ জুলাই থেকে কোরবানির পশুর জন্য ‘ক্যাটাল স্পেশাল ট্রেন’ চালু

0
35
১৭ জুলাই থেকে কোরবানির পশুর জন্য 'ক্যাটাল স্পেশাল ট্রেন' চালু
১৭ জুলাই থেকে কোরবানির পশুর জন্য 'ক্যাটাল স্পেশাল ট্রেন' চালু

পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে  আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটাল স্পেশাল ট্রেন’ চালু করবে বাংলাদেশ রেলওয়ে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা। 

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকায় আসবে এই ট্রেন। ট্রেনে প্রতিটি গরু আনতে ভাড়া লাগবে ৫০০ টাকা, ছাগল ৩০০ টাকা।

মঙ্গলবার (৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এই তথ্য জানান।

তিনি আরো জানান, ঢাকায় কোরবানির পশু চাহিদা মেটাতে এবং খামারিদের লাভের জন্য এই ট্রেন চালু করা হচ্ছে। ১৭ জুলাই দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেন ছাড়বে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌছাবে পরদিন সকাল ৬টায়। একটি ট্রেনে ৪০০টি করে পশু পরিবহন করা যাবে।