আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠেছে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিক। বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ২৯ জন বাংলাদেশি দেশটিতে আটকে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ শিক্ষার্থী নিজ দেশে আফগানিস্তানে ছুটি কাটাতে গিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশের ১৪ নাগরিকের সঙ্গে ওই ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে। বিশেষ ওই ফ্লাইট সরাসরি চট্টগ্রামে অবতরণ করার কথা।
তবে আটকে পড়া বাংলাদেশি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের পিএবিএক্স অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টারের প্রধান রাজীব বিন ইসলাম জানিয়েছেন, দেশে ফিরতে হলে তালেবান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুমতি নিয়ে বিমানবন্দরের দিকে যেতে হয়। সেসব প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেই দেশে ফেরা নিশ্চিত হবে।