হ্যাকিংয়ের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড

0
58
এআই হ্যাক করবে কীবোর্ড থেকে পাসওয়ার্ড
এআই হ্যাক করবে কীবোর্ড থেকে পাসওয়ার্ড

হ্যাকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘সাইবার সিকিউরিটি আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
তিনি জানান, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’-এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’।

একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় সংশোধন আনা হচ্ছে বলে আইনমন্ত্রী জানান।