হু হু করে কমছে ফেসবুকে ফলোয়ারদের সংখ্যা!

0
59
হু হু করে কমছে ফেসবুকে ফলোয়ারদের সংখ্যা!
হু হু করে কমছে ফেসবুকে ফলোয়ারদের সংখ্যা!

সকাল থেকে তোলপাড় সারা বিশ্ব! আচমকাই কমে যাচ্ছে ফেসবুকে অনুরাগীদের সংখ্যা। এ-ও কি সম্ভব? বুধবার সকাল থেকে বাসে, মেট্রোয় সকলের একটাই আলোচনা।

শুধু কি তাই? যে সব তারকাদের কোটি কোটি অনুরাগী সেই সংখ্যাও নাকি এসে দাঁড়িয়েছে আট-নয় হাজারে! এই ঘটনায় ভুক্তভোগী স্বয়ং মার্ক জাকারবার্গও!

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুরাগীর সংখ্যাও কমেছে। টলিপাড়ার নায়ক-নায়িকারাও সরব এই নিয়ে। অভিনেত্রী স্বস্তিকা দত্ত লেখেন, “চার লক্ষ অনুরাগী কমে গিয়ে শেষে কি না নয় হাজার? কারণটা কী?”

সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, অনুরাগীর সংখ্যা একই আছে। যে সংখ্যাটি দেখা যাচ্ছে তা হল প্রতি দিনের নিরিখে হিসাব। প্রতি দিন কত করে অনুরাগী বাড়ছে সেই হিসাবই দেখা যাচ্ছে। কিন্তু যাঁর অ্যাকাউন্ট, তিনি নিজে অ্যাকাউন্ট খুললে আসল অনুরাগীর সংখ্যাই দেখতে পাবেন।

সুত্রঃ আনন্দবাজার