আলোচিত ইউটিউবার হিরো আলমের সামাজিক মাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে। এই ঘটনায় মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন হিরো আলম।
আজ মঙ্গলবার (২ মে) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
হিরো আলম বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তিনি দেশের বাহিরে থাকেন। যেহেতু তারা দেশের বাইরে থাকে, তাদের নাকি আমরা কিছু করতে পারব না। এখন আমি ডিবি অফিসে দিকে যাচ্ছি।
মূলত একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’