হাসপাতালে ভর্তি ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস

0
31
হাসপাতালে ভর্তি ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস
হাসপাতালে ভর্তি ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস

গতকাল  রবিবার(৪ জুলাই) সেন্ট পিটার্স স্কোয়ারে প্রার্থনা শেষে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন৷ পোপ তাঁর আসন্ন সফরের কথা সকলকে জানান৷তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বর আমি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট  এবং স্লোভাকিয়া যাব৷’ 

প্রার্থনা শেষে করেই ক্যাথলিক প্রধান পোপ চলে যান রোম৷  সেখাকার  এক হাসপাতালে  ভর্তি হন তিনি এবং সেখানেই পোপের  অন্ত্রে অস্ত্রোপচার হবে৷

ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, ডাইভার্টিকুলার স্টেনোসিস-এর কারণে পোপের অন্ত্রে সমস্যা হচ্ছে৷ তাই অস্ত্রোপচার করতে হবে৷ ৮৪ বছরের ক্যাথলিক প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এর চেয়ে বেশি কিছু জানাতে চায়নি চার্চ কর্তৃপক্ষ৷

ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি 

ইউনির্ভার্সিটি হাসপাতালে সার্জারি হয়ে যাওয়ার পর আরও তথ্য জানানো হবে। ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস। 

এর আগের সপ্তাহে রবিবার জনসমাবেশে এসে অস্ত্রোপচারের ইঙ্গিত দিয়েছিলেন খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস৷ সকলকে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলেছিলেন৷ পোপ জানিয়েছিলেন, ‘আমার জন্য আপনারা বিশেষ প্রার্থনা করুন৷ আপনাদের প্রার্থনার প্রয়োজন৷ আমি জানি আপনারা এটা করবেন৷’