হাসপাতালে বিয়ে হওয়া ফাহমিদা ক্যান্সারের কাছে হার মানলেন

0
71
 হাসপাতালে বিয়ে হওয়া ফাহমিদা ক্যান্সারের কাছে হার মানলেন
 হাসপাতালে বিয়ে হওয়া ফাহমিদা ক্যান্সারের কাছে হার মানলেন

হাসপাতালে বিয়ে হওয়া ফাহমিদা কামাল ১১ দিনের মাথায় ক্যান্সারের কাছে হার মানলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফাহমিদার আত্মীয় সাইফুদ্দিন সাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফাহমিদা দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। এর আগে ভারতেও চিকিৎসা নিয়েছে। কিন্তু সেখানে কোনো উন্নতি না হওয়ায় তাকে দেশে নিয়ে এসে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গত ৯ মার্চ নগরীর মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী ফাহমিদাকে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান নামের এক যুবক।

ফাহমিদার চাচা ইউসুফ আলম বলেন, “বিয়ের পর শুধু একদিন বাসায় আনা হয়। পরে ১৫ মার্চ ফের চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে ফাহমিদাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে ৭টায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় ফাহমিদা।”

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় পারিবারিক কবরস্থানে ফাহমিদার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।