হাঙ্গেরির স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় জার্মানি

0
44

দুই বার স্বপ্ন ছোঁয়ার বেশ কাছেই  এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। কিন্তু এবারও ভাগ্যদেবী তাদের সাথ দিলেন না,  কপাল পুড়ল জার্মানির কাছে। লেয়ন গোরেটস্কা শেষদিকে দারুণ এক গোল করে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হাত থেকে বাঁচালেন। আর তাতে স্বপ্নভঙ্গ হলো হাঙ্গেরির।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ২-২ ড্র হয়। ড্র করলেই চলত জার্মানির।

হাঙ্গেরির শুরুটা হয় স্বপ্নের মতো। একাদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে রোলান্দ সালাইয়ের ক্রসে ডাইভিং হেডে বল জালে পাঠান অধিনায়ক আদাম সালাই।

পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ শানায় জার্মানি। ২১তম মিনিটে সমতায় ফিরতে পারতো তারা, কিন্তু বাধ সাধে দুর্ভাগ্য। কর্নারে মাটস হুমেলসের জোরালো হেড লাগে ক্রসবারে।

৬৬তম মিনিটে সমতায় ফেরে জার্মানি। এই গোলে যথেষ্ট দায় আছে হাঙ্গেরির গোলরক্ষক পেতার গুলাসির। ফ্রি-কিক এগিয়ে এসে পাঞ্চ করতে চেয়ে বল মিস করেন তিনি। হুমেলসের হেডে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান কাই হাভার্টজ।

এক মিনিট পরই আবার এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে ভাসে হাঙ্গেরি। আদাম সালাইয়ের ক্রসে হেডে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন আন্দ্রাস।

আসরে চমক জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে হাঙ্গেরি। প্রথম দুই ম্যাচ খেলে তারা ঘরের মাঠ বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় প্রায় দর্শকে পূর্ণ গ্যালারির সামনে। প্রথম ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত পর্তুগালকে আটকে রেখে শেষ সময়ে পথ হারিয়েছিল তারা।