“হাঁড়িভাঙা” আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
37
“হাঁড়িভাঙা” আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পত্র মমতা বন্দ্যোপাধ্যায়
“হাঁড়িভাঙা” আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পত্র মমতা বন্দ্যোপাধ্যায়

গত রোববার (৪ জুলাই) বেনাপোল বন্দর দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক “হাঁড়িভাঙা” আম পাঠিয়েছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উপহার পেয়ে  আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভারতীয়  সরকারি লেটার হেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, 

“আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই”৷ 

‘বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।

’গত রবিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও আম সৌজন্য বিলি করেন শেখ হাসিনা৷ শুধু বাংলার মুখ্যমন্ত্রীকেই নয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্যও হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন হাসিনা। দুই দেশ ও দুই দেশের বাঙালির মধ্যে সৌহার্দ্য অক্ষুন্ন রাখতে এ এক অভিনব সৌজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷