পবিত্র হজের খুতবা মূলত আরবিতে পড়া হয়। সকলের সুবিধার্থে এবার বাংলাসহ আরো ১৪ টি ভাষায় পবিত্র হজের খুতবা প্রচার হবে। এতে করে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে।
ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল।
মসজিদুল হারামের মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইসির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সৌদি আরবে পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী
গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার হয়েছিল। এবার পঞ্চম বছরের মতো এটি সম্প্রচারিত হচ্ছে।