স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন

0
20
স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন
স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন

যশোরে স্ত্রীর পরকীয়ায় সোহেল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে ব্রিজের পাশে ঘটনাটি ঘটে। নিহত সোহেল হালসা গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের ফজলুল হকের ছেলে ফারাবির সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে নিহত সোহেল অনেকবার ফারাবিকে তার বাড়িতে আসতে নিষেধ করেন। কিন্তু ফারাবির আসা-যাওয়া বন্ধ ছিল না। এনিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলে আসছিল।

গতকাল বুধবার রাতে ফারাবিসহ কয়েকজন সোহেলকে একা পেয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।