সেই ১১ তরুণের জানাজা সম্পূর্ণ

0
59
সেই ১১ তরুণের জানাজা সম্পূর্ণ
সেই ১১ তরুণের জানাজা সম্পূর্ণ

শিক্ষাসফরে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জনের এবং বাকি ৬ জনের জানাজা নিজ নিজ এলাকায় সম্পন্ন হয়।

একসঙ্গে পাঁচ তরুণের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায়  অন্যান্যদের  মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী,  উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, তারা এক সঙ্গে এত লোকের জানাজা আর দেখেননি। এদিকে প্রিয়জনকে হারিয়ে নিহত স্বজনদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

উল্লেখ্য, গতকাল শুক্রবারে হাটহাজারীর একটি কোচিং সেন্টারের ছাত্র -শিক্ষকরা মিলে মিরসরায়ের খৈয়াছড়ায় আনন্দ ভ্রমণে যায়। এতে তাদের বহনকারী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কোচিং সেন্টারের ৪ শিক্ষক ও ৬ শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় মাইক্রোবাস চালকও নিহত হয়। এছাড়া ওই ঘটনায় আহত  ৭ জন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।