সুইডেনের স্বপ্ন গুঁড়িয়ে, ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

0
29
সুইডেনের স্বপ্ন গুঁড়িয়ে, ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউক্রেন
সুইডেনের স্বপ্ন গুঁড়িয়ে, ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১২১ তম মিনিটের গোলে ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ইউক্রেন। গ্ল্যাসগোর হ্যাম্পডেন পার্ক এ শেষ ষোলোর ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করল তারা।

পুরো ম্যাচ জুরে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ ঠিক যেন বাঘে সিংহের লড়াই। এই লড়াইয়ে দুই দলের তিনটি প্রচেষ্টা লাগে পোস্ট আর ক্রসবারে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও জানা যায়নি অষ্টম দলের নাম।

৯৯তম মিনিটে সুইডেন ১০ জনের দলে পরিণত হয়। ১০ জনের সুইডেনের বিপক্ষে খেলার অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটেই নাটকীয় গোল আদায় করে নেয় ইউক্রেন। জিনচেঙ্কোর ক্রস থেকে হেডের মাধ্যমে গোল  করে নায়ক বনে যান দোভবিক।

প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় থাকা ইউক্রেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল।