সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

0
60
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া সীমান্তে মোনতাজ আলী (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ সদস্যরা।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, রোববার ভোর ৫টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া মুনতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, লাশ এখনো ভারতে রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুতফুল কবির বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।