সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

0
125
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে বুধবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরীতে আরও দুই ইঞ্চি পানি বেড়েছে। এছাড়া জেলার আট উপজেলাও বন্যার পানি বাড়ছে।

জানা গেছে, বন্যার কারণে জেলার বিভিন্ন উপজেলার দোকানপাট ও  হাটাবাজার পানির নিচে থাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা-সারি, ধলাই সবকটি নদনদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আজ (বুধবার) সিলেট আসছেন।