সিলেটে পাহাড় ধসের ঘটনা

0
58
সিলেটে পাহাড় ধসের ঘটনা
সিলেটে পাহাড় ধসের ঘটনা

সিলেটে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৬ জুন) ভোরে চিকনাগুলের সাতজনি গ্রামে নির্মম এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুবের আহেম্মেদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের পাঁচ বছর বয়সি ছেলে সাফি আহমেদ এবং জুবায়েরের মা শামিমারা বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝূঁকিপূর্ণ ভাবে বসবাস করছিলো। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান। অপর ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, রাতভর ভারি বর্ষণের ফলে টিলার ঢালে বানানো ঘরটি পাহাড় ধসে মাটিচাপা পড়ে।