মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। টিপ টিপ, ঝিরিঝিরি তারপর টানা ঝরেছে মুষলধারে। এরপর সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সারা আকাশ মেঘে ঢাকা। যেন মুখ ভার করে আছে ঢাকা শহর।
এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
কিন্তু রাতভর বৃষ্টিতে রাজধানীর বেহাল অবস্থা। জায়গায় জায়গায় জলাবদ্ধতা। তারপর যানজটের কথাতো বাদ দিলাম।
এসবের কারণে ভোগান্তিতে পড়েছে অফিসগামী, কর্মজীবী আর শিক্ষার্থীরা। অনেকেই বৃষ্টিতেই ভিজে ছুটছেন, কেউ বা ছাতা হাতে হেটেই গন্তব্যে পা বাড়াচ্ছেন। আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাসের।
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দু’দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।