‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’

0
40
‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’
‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’

‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। স্কুলেই শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মাকিন রাষ্ট্রদূত আর্ল মিলার, শিক্ষা সচিব মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, প্রথমদিন শুধু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা দেয়া হলেও আগামীকাল থেকে রাজধানীর ৮টি কেন্দ্রে একযোগে শিশু টিকা নেবে। পরর্বতীতে ঢাকার বাইরে ২২ টি জেলায় এই টিকা কর্মসূচি সম্প্রসারণ করা হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা।

এর আগে গতকাল রোববার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকায় দিনে চার থেকে পাঁচ হাজারের মতো শিশুকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। পরে সেটি দেশব্যাপী দৈনিক ৪০,০০০ পর্যন্ত বাড়ানো হবে।

রাজধানীর ৮টি কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। এগুলো হলো, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল।