সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়।
রোববার দুপুর ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিলে একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোশনী আক্তার (১৩), একই গ্রামের বিথী আক্তার (১৩), ব্যাটারিচালিত অটোরিকশাচালক নরিল্লার গ্রামের হাকিম (৬৫) এবং ব্যাটারিচালিত ইজিবাইক চালক গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের মোস্তফা মিয়া (৫২)।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমী জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং আরো তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে।