
বগুড়া সদরের কালিবালা ও শিবগঞ্জের মোকামতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার রাতে বগুড়া সদরের কালিবালা ও শিবগঞ্জের মোকামতলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে ভাই-বোনসহ তিনজন বগুড়া থেকে রংপুর যাচ্ছিলেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন- বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, নিহত দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।