সংসদ অধিবেশন বসছে আজ বিকালে

0
40
বৃহস্পতিবার সন্ধ্যা
বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ

আজ রবিবার একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে। এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।

গত ৬ জুলাই শেষ হয় বাজেট অধিবেশন। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

জানা গেছে, বছরের সেপ্টেম্বরে যে অধিবেশন বসে, সেটি সাধারণত খুব একটা দীর্ঘ হয় না। এই অধিবেশন সর্বোচ্চ ৫ কার্যদিবস চলতে পারে।

আগামী বছরের ২৯ জানুয়ারি চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিনের গণনা শুরু হবে।