শেষ দিনে ৩১১ কোটি টাকার পশু বিক্রি অনলাইনে

0
30
শেষ দিনে ৩১১ কোটি টাকার পশু বিক্রি অনলাইনে
শেষ দিনে ৩১১ কোটি টাকার পশু বিক্রি অনলাইনে

কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সরকার অনলাইনে বেচা-কেনার জোর দেয়।  এমন উদ্যোগে সারাদেশে মোট এক হাজার ৭৬৮টি অনলাইন বাজার (ডিজিটাল গরুর হাট) এবং সরকারের ৬০২টি প্লাটফর্ম কোরবানির পশু বেচা-কেনায় অংশ নেয়। গত মঙ্গলবার (২০ জুলাই) শেষ দিনে ৩১১ কোটি টাকার পশু বিক্রি হয়েছে অনলাইনে। 

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত প্রাণিসম্পদ অধিদফতরের কোরবানিযোগ্য পশু বিক্রয় কার্যক্রম অগ্রগতির প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। প্রাণিসম্পদক অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. দেবাশীষ দাশ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরটি বলছে, ২ থেকে ২০ জুলাই পর্যন্ত ১৯ দিনে অনলাইনে ২ লাখ ৯৬ হাজার ৭১০টি গরু/মহিষ এবং ৯০ হাজার ৮৬৯টি ছাগল/ভেড়া বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি হয়েছে মোট ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকায়।

প্রাণিসম্পদ অধিদফতরের দেওয়া তথ্যে দেখা যায়, অনলাইনে পশু বিক্রিতে সবচেয়ে বেশি এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ২১১টি পশু বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১ হাজার ১৬৫ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। এর পরে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৬৩ হাজার ৪২টি পশু বিক্রি হয়েছে ৬২৮ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৩৫২ টাকায়।