শুরু হচ্ছে ইসলামী নববর্ষ, ১৪৪৩ হিজরি

0
47
শুরু হচ্ছে ইসলামী নববর্ষ, ১৪৪৩ হিজরি
শুরু হচ্ছে ইসলামী নববর্ষ, ১৪৪৩ হিজরি

মহরমের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ইসলামী নববর্ষ। বুধবার (১১ আগস্ট) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৩ হিজরি।

আর আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান।

এর আগে সোমবার (০৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহরম শোকের মাস। কারণ, এই মাসেই ইসলামের প্রবর্তক হজরত মহম্মদের পৌত্র ও তাঁর ৭২ জন সঙ্গীকে হত্যা করা হয়। এই কারণে মহরমে শোকপালন করেন মুসলিমরা। কারবালায় হজরত ইমাম হুসেন ও তাঁর ৭২ জন বন্ধুর মৃত্যুর কথা স্মরণ করে মুসলিমরা শোকপালন করেন। হজরত ইমাম হুসেন ও হজরত ইমাম হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাজিয়া বের করা হয়।