শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারেঃ গবেষক

0
29
শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারেঃ গবেষক
শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারেঃ গবেষক

ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি জানিয়েছেন, ‘শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে, এমন আশঙ্কা দেখতে পাচ্ছি।’ গোটা বিশ্বকে এমনই সতর্কবার্তা দিলেন ফ্রান্সের এক গবেষক।

করোনাভাইরাসের রূপ বদলের দাপটে  সারা বিশ্ব  উদ্বিগ্ন। করোনাভাইরাস প্রথম তরঙ্গটি আঘাত হানার পরে একাধিকবার ভলিউম পরিবর্তন করেছে। আলফা, বিটা, ডেল্টা, গামা ভেরিয়েন্টের দাপটে পুরো বিশ্ব। ডেল্টা রূপটি বর্তমানে বিশ্বে আধিপত্য বিস্তার করছে। 

এরই মধ্যে দেলফেসি বলেন, ‘শীতকালে নতুন একটি ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে বলে মনে করছি। কিন্তু এই ভ্যারিয়্যান্ট কতটা ভয়াবহ হতে পারে বা সংক্রামক হতে পারে, সেই বিষয়ে এখনও কিছু ধারণা করা যাচ্ছে না।’ করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, ওই বিষয়েও আশার কথা বলেন তিনি। এই বিশেষজ্ঞের কথায়, ‘২০২২ বা ২০২৩ সালে খুব সম্ভবত পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’ 

করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য টিকা দেয়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপের কথা জানান তিনি। জ্যঁ-ফসোয়াঁ দেলফেসির কথায়, ‘আগামী কয়েক বছরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সামাজিক সহাবস্থান।’ করোনাভাইরাসের হাত থেকে মুক্তির জন্য টিকাদানে বিশেষ জোর দিয়েছেন তিনি। যারা টিকা পেয়েছেন এবং যারা টিকা পাননি তাদের সমন্বয় বজায় রেখে চলা বড় চ্যালেঞ্জ, জানান তিনি।