মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির ফলে প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া ৩৮ হাজার ২৮৬ জনের তালিকা পুলিশ ভেরিফিকেশনে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সুপারিশ পাওয়াদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ-র এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের তালিকাটি আজ আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শুরু হবে ভেরিফিকেশন।’
এনটিআরসিএ থেকে জানা যায়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের সমস্ত তথ্য নেওয়া হয়েছে টেলিটক থেকে। যেখানে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীর সমস্ত তথ্য মিলিয়ে মোট ১৪ হাজার পৃষ্ঠা হয়।
পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এনটিআরসিএ-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল গত ১৫ জুলাই রাতে ওয়েব সাইটে প্রকাশ করে এনটিআরসিএ।
তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং ননএমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়েছে।