শিক্ষক নিবন্ধনের আবেদনের সময় বাড়ার সম্ভাবনা

0
25
শিক্ষক নিবন্ধন
১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

গত ৯ নভেম্বর শুরু হয় ১৮তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই আবেদনের শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১২টা।

তবে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একজন উপ-পরিচালক। যদিও এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর ওই উপ-পরিচালক বলেন, ‘নির্বাহী সভায় আলোচনা হয়েছে। আবেদনের সময়সীমা ১২ ডিসেম্বর অথবা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। এনটিআরসিএ চেয়ারম্যান চূড়ান্ত অনুমতি দিলে সেটা বিজ্ঞপ্তি আকারে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।’

এদিকে, আগ্রহী প্রার্থীরা www.ntrca.gov.bd এবং ntrca.teletalk.com.bd এই দুটি ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ৩৫ বছরের বেশি বয়সী কেউ আবেদন করতে পারবেন না।

প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে এমন প্রশ্নে এনটিআরসিএর উপ-পরিচালক বলেন, ‘আবেদন শেষের এক-দেড় মাস পরে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তবে এবার তো নির্বাচন। নির্বাচনের পর দেশের পরিস্থিতি কেমন থাকবে, সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। ভালো পরিস্থিতি বিরাজ করলে জানুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা হতে পারে।’