শিক্ষকের থাপ্পড়ে স্কুলছাত্রের মৃত্যু। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্কুল প্রাঙ্গণ থেকে চারজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৃত স্কুলছাত্রের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দায়ের করেন।
গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অবকাশ খাঁ, সহকারী প্রধান শিক্ষক মুহিদ ও শিক্ষক শীতার্থ। পলাতক রয়েছেন মনিরুল ইসলাম।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, গ্রেপ্তারকৃত শিক্ষকদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছেন মৃত ওই শিক্ষার্থীকে তিনি কয়েকটা চড় থাপ্পড় মেরেছিল। তবে কোনো প্রকার লাঠিচার্জ করেননি।
তিনি আরও জানান, সোমবার সকালে নিহতের বাবা বাদী হয়ে পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করেছেন। একজন শিক্ষক পলাতক রয়েছেন। তবে চার শিক্ষককে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, রোববার (১৬ জুলাই) দুপুরে শিক্ষকের চড় থাপ্পড়ে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় নিহতের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা মৃত ছাত্রের মরদেহ স্কুলে প্রাঙ্গণে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শিক্ষকদের অফিস কক্ষে অবরুদ্ধ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি জানায় নিহতের সহপাঠীরা।