শাহরুখপুত্র আরিয়ান বেকসুর খালাস

0
44
শাহরুখপুত্র আরিয়ান বেকসুর খালাস
শাহরুখপুত্র আরিয়ান বেকসুর খালাস

এনসিবি শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বেকসুর খালাস করা হয় তাকে। উল্টো শাস্তির সম্মুখীন এনসিবি কর্মকর্তা সামীর ওয়াংখেড়।

গেল বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সামীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তাঁর সঙ্গীদের।

শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সামীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবার তারই ধারাবাহিকতায় এনসিবি অফিসার সামীর ওয়াংখেড়েকে বদলি করা হলো চেন্নাইয়ে। আরিয়ানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তা প্রমাণে ব্যর্থ হওয়ায় সামীরকে এই শাস্তি দেয়া হয়েছে। অপরদিকে এনসিবি বেকসুর খালাস করেছে আরিয়ানকে।

সুত্র: আনন্দবাজার