
পুত্র জয়ের জন্মদিনে শাকিব তার ফ্যান পেজে দুটি ছবির সঙ্গে আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে ঢালিউডের এই শীর্ষ নায়ক লেখেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। ’
তিনি আরো লেখেন, ‘বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার। ’
এদিকে সন্তানের জন্মদিনে আবেগাপ্লুত হয়ে এক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে, আমার কোল আলো করে এসেছ। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা, আরো বড় হও মানুষের মতো মানুষ হও। ’
যোগ করে এই অভিনেত্রী লেখেন, ‘দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য অনেক বড় হও ভালো থেকো। শুভ জন্মদিন। ’