
কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা কেরালার ওয়াইনাডের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবিধান হাতে শপথ নিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ঐতিহ্যবাহী কসাভু শাড়িতে সজ্জিত প্রিয়াঙ্কা, হাতে সংবিধানের একটি লাল বাঁধাই করা কপি নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর প্রিয়াঙ্কা বলেন, আজ আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। আমি আপনাদের জন্য কাজ করার অঙ্গীকার করছি।
সংসদ ভবনে তার আগমন উদযাপন করা হয় করতালি এবং ভারত জোড়ো স্লোগানের মাধ্যমে। তবে শপথ গ্রহণের পরপরই উত্তরপ্রদেশের সাম্ভালে হওয়া সহিংসতা নিয়ে প্রতিবাদের জেরে সংসদ অধিবেশন মুলতবি করা হয়।
সম্প্রতি লোকসভার উপ-নির্বাচনে কেরালার ওয়াইনাডের আসন থেকে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের প্রভাবশালী সদস্য প্রিয়াঙ্কা। এর আগে এ আসনের সংসদ সদস্য ছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী।
প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার এই বিজয় তার নির্বাচনী অভিষেকের স্মরণীয় এক অধ্যায়। ওয়াইনাডে তিনি ৬.২২ লক্ষ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে বড় ব্যবধানে পরাজিত করেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সত্যন মোকেরি ও বিজেপি প্রার্থী নাভ্য হারিদাস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন।