লোকসভা নির্বাচনে ভোট দিলেন নরেন্দ্র মোদি

0
15
নরেন্দ্র মোদি
আবারও নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরছেন

দেশজুড়ে সকাল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব।  তৃতীয় দফার এই ভোটে গুজরাটের আমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার একটু পরই ভোটকেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি রনিপের নিশান উচ্চ বিদ্যালয়ে ভোট দেন।

সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।

ভোটদানের পর প্রধানমন্ত্রী বলেন, “আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে এই ‘দান’-এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। ৪ রাউন্ড ভোটগ্রহণ এখনও বাকি।” তিনি আরও বলেন, ” আমি গুজরাটের ভোটার। এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন…।”

আজ তৃতীয় দফায় দেশের ১১টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ৯৩টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। দেশের ৯৪টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও, গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।