লেকের পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

0
87
পানিতে ডুবে
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বৃষ্টিতে ভিজতে গিয়ে লেকের পানিতে ডুবে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিয়া হিয়া ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু।

রিতুর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামে। হিয়া খুলনা শহরের বয়রা মধ্যপাড়া এলাকার মনিরুজ্জামান মনিরের মেয়ে।

নিহতের সহপাঠীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টিতে ভিজতে তারা লেকপাড়ে যায়। এ সময় হিয়া পা পিছলে লেকে পড়ে যায়। তাকে উদ্ধারে অল্প রিতু লেকে ঝাঁপ দেয়।

পরে সাঁতার না জানাই দু’জনই পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ১টার দিকে দুজনকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই ছাত্রী মারা যায়।

বশেমুরবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয় লেকে শিক্ষার্থীদের গোসল করা নিষেধ। তারপরও দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হবে।