লিভারপুলকে উড়িয়ে সিটির শীর্ষস্থান অক্ষুণ্ণ ম্যানচেস্টার সিটির

0
32
লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

তিন মিনিটের মধ্যে মারাত্মক দুটি ভুল করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। এর মাশুল চরমভাবে দিতে হলো ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলকে। ইয়ুর্গেন ক্লপের দলকে তাদের মাঠেই উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ম্যানচেস্টার সিটি।

অ্যানফিল্ডে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ইলকাই গিনদোয়ান সিটিকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টিতে সমতা টানেন মোহামেদ সালাহ। গিনদোয়ান সফরকারীদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং ও ফিল ফোডেন।

২০০৩ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে লিগ ম্যাচে জিতল সিটি। আর ১৯৬৩ সালের পর প্রথমবার লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারল লিভারপুল।

লিগে এই নিয়ে টানা ১০ ম্যাচ জয় সিটির। ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে, ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি।