লিচুর বাগানে রোম্যান্টিক ‘তাণ্ডব’

0
5

এখন লিচুর বাগানে চলছে রোম্যান্টিক ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’। গানটি নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে। শাকিব ও সাবিলার অসাধারণ পারফরমেন্স, কস্টিউম, সেট ডিজাইন, কোরিওগ্রাফি, সবমিলিয়ে প্রশংসায় ভাসছে গানটি।

২ জুন রাতে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমার আইটেম সং ‘লিচুর বাগানে’। আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়।

 

গানটির দেখা যায় নায়ক শাকিব খান ও সাবিলা নূরকে। সবার দৃষ্টি ছিলো সাবিলা নূরের দিকে। কারণ সিনেমার পর্দায় প্রথম উপস্থিতি সাবিলা নূরের।

মূলত, বাংলার একটি প্রচলিত ঘাটু গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুর বাগানে’ থেকে আইটেম গানটির জন্ম। গানটি সাত্তার পাগলার কণ্ঠে এই অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে, বহুকাল আগে। সেই গানটির পুরনো কথা ও সুরের সঙ্গে খানিক সংযোজন-বিয়োজন করে এবার মূল ধারার মঞ্চে তুলে আনলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু।